নরসিংদীতে জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি ২০১৯ প্রদান

২৭ নভেম্বর ২০১৯, ০৭:৪৮ পিএম | আপডেট: ০৩ মে ২০২৪, ১১:৩৮ এএম


নরসিংদীতে জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি ২০১৯ প্রদান

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি ২০১৯ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমী মিলনায়তনে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সেক্টরস কমান্ডার ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি মোতালিব পাঠান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা। অনুষ্ঠান উপস্থাপনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া।


এ বছর জেলার সদর ও শিবপুর উপজেলার এসএসসি, জেএসসি ও পিইসির ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি হিসেবে প্রত্যেক ৩ হাজার টাকা ও মেডেল প্রদান করা হয়।



এই বিভাগের আরও