গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নরসিংদীতে দোয়া অনুষ্ঠিত

২১ আগস্ট ২০১৯, ০৩:১৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫, ১১:৫৬ এএম


গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নরসিংদীতে দোয়া অনুষ্ঠিত
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নরসিংদীতে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

২০০৪ সালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী কমান্ড কাউন্সিলের উদ্যোগে বুধবার সকালে জেলা সার্কিট হাউজে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এছাড়া আরো বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর সূর্য কান্ত দাস ও মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাসসহ আরো অনেকে।

আলোচনা শেষে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও