বেলাব ও মনোহরদীতে শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ক্ষতি

২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০০ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম


বেলাব ও মনোহরদীতে শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আমের মুকুলসহ কৃষি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হয়।


স্থানীয়রা জানান, টানা ২৫ মিনিট চলা এ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বেগুন, শসা, কলা, পেপে ক্ষেত, পানের বরজসহ বিভিন্ন কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে।
মনোহরদীতে ব্যাপক শিলাপাতে পানের বরজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জেলার অন্যান্য উপজেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



এই বিভাগের আরও