নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন

০২ আগস্ট ২০১৮, ১০:২৭ এএম | আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম


নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধকারী  শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন
নিরাপদ সড়কের দাবীসহ ৯ দফা দাবীতে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১১ টা থেকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন দাবী সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেয় তারা। জরুরি রোগী বহনকারী এম্বুলেন্স ছাড়া সব ধরণের যানবাহন চলাচলে বাধা দিচ্ছে শিক্ষার্থীরা। নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানালে ৯ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এসময় বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ ও বিচার দাবী করে তারা।