নরসিংদী রায়পুরায় দুই সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যা
২২ জুন ২০১৮, ০৬:১৮ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
[caption id="attachment_2344" align="alignnone" width="913"]
narsingditimes.com[/caption]
নরসিংদীর রায়পুরায় বিদেশের জন্য জমা দেয়া টাকা উদ্ধারে মামলা দায়ের করে হেরে গিয়ে দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন কাজল মোল্লা (৩২) নামে এক অটোরিকশা চালক। নিহত কাজল মোল্লা রায়পুরা পৌর এলাকার তুলাতুলী মহল্লার মৃত আজিজ মোল্লার ছেলে ও তার দুই সন্তান হলেন ৮ বছর বয়সী মেয়ে কাকলী আক্তার ও ৫ বছর বয়সী সোয়ান মোল্লা।
বৃহস্পতিবার দিবাগত রাতে রায়পুরা পৌর এলাকার তুলাতুলী মহল্লায় বাড়ির পাশে এ ঘটনাটি ঘটেছে।
শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, কাজল মোল্লা গত ৩ বছর ধরে নিজ বাড়িতে না থেকে পার্শ্ববর্তী নয়াচর গ্রামের শ্বশুর বাড়িতে থেকে নরসিংদী শহরে অটো রিকসা চালাতেন। এরই মধ্যে তিনি তাঁর পাশের বাড়ির দুসর্ম্পকের চাচা সিরাজ মিয়ার মেয়ের জামাই কিশোরগঞ্জের রুহুল আমিনকে বিদেশে যাওয়ার জন্য ঋণ করে কয়েক লক্ষ টাকা জমা দেন। কিন্তু দীর্ঘদিনেও রুহুল আমিন বিদেশ নিতে না পারায় কাজল মোল্লা নরসিংদীর আদালতে একটি মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার ওই মামলায় রায়ে কাজল মোল্লা পরাজিত হন। এদিকে ঋণের টাকার জন্যও পাওনাদাররা চাপ প্রয়োগ করেন।
রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য বের হন কাজল। পরে আজ শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির কাছেই একটি ডোবার পাশে কাকলী আক্তার ও সোহানের লাশ পাশাপাশি দেখতে পায়। আর কাজল মোল্লাকে পাশেই একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
narsingditimes.com[/caption]
নরসিংদীর রায়পুরায় বিদেশের জন্য জমা দেয়া টাকা উদ্ধারে মামলা দায়ের করে হেরে গিয়ে দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন কাজল মোল্লা (৩২) নামে এক অটোরিকশা চালক। নিহত কাজল মোল্লা রায়পুরা পৌর এলাকার তুলাতুলী মহল্লার মৃত আজিজ মোল্লার ছেলে ও তার দুই সন্তান হলেন ৮ বছর বয়সী মেয়ে কাকলী আক্তার ও ৫ বছর বয়সী সোয়ান মোল্লা।
বৃহস্পতিবার দিবাগত রাতে রায়পুরা পৌর এলাকার তুলাতুলী মহল্লায় বাড়ির পাশে এ ঘটনাটি ঘটেছে।
শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, কাজল মোল্লা গত ৩ বছর ধরে নিজ বাড়িতে না থেকে পার্শ্ববর্তী নয়াচর গ্রামের শ্বশুর বাড়িতে থেকে নরসিংদী শহরে অটো রিকসা চালাতেন। এরই মধ্যে তিনি তাঁর পাশের বাড়ির দুসর্ম্পকের চাচা সিরাজ মিয়ার মেয়ের জামাই কিশোরগঞ্জের রুহুল আমিনকে বিদেশে যাওয়ার জন্য ঋণ করে কয়েক লক্ষ টাকা জমা দেন। কিন্তু দীর্ঘদিনেও রুহুল আমিন বিদেশ নিতে না পারায় কাজল মোল্লা নরসিংদীর আদালতে একটি মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার ওই মামলায় রায়ে কাজল মোল্লা পরাজিত হন। এদিকে ঋণের টাকার জন্যও পাওনাদাররা চাপ প্রয়োগ করেন।
রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য বের হন কাজল। পরে আজ শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির কাছেই একটি ডোবার পাশে কাকলী আক্তার ও সোহানের লাশ পাশাপাশি দেখতে পায়। আর কাজল মোল্লাকে পাশেই একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।বিভাগ : নরসিংদীর খবর
- ধানের শীষে ভোট দেয়ার কারণে মহিলাদের ধর্ষণ করেছিল যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা :খায়রুল কবির খোকন
- রায়পুরায় অটোরিকশা নিয়ে বের হওয়া কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
- নরসিংদী প্রেসক্লাবের নতুন সভাপতি মাখন দাস, সম্পাদক আসাদুল হক পলাশ
- নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদণ্ড
- বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর জানা যাবে নরসিংদীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি
- নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরূপণ হয়নি এখনও
- ভূমিকম্প’র উৎপত্তিস্থল পলাশ এলাকার ফাটলের মাটির নমুনা সংগ্রহ
- ভূমিকম্পের উৎপত্তিস্থলে পিতাপুত্রসহ নিহত ৫, আহত শতাধিক, বিভিন্ন ভবনে ফাটল
- বিশেষ চাহিদা সম্পন্নদের হুইলচেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
- পলাশে সিমেন্ট কারখানায় হামলা: মামলা তুলে নিয়ে দুঃখ প্রকাশ কারখানা কর্তৃপক্ষের
- ধানের শীষে ভোট দেয়ার কারণে মহিলাদের ধর্ষণ করেছিল যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা :খায়রুল কবির খোকন
- রায়পুরায় অটোরিকশা নিয়ে বের হওয়া কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
- নরসিংদী প্রেসক্লাবের নতুন সভাপতি মাখন দাস, সম্পাদক আসাদুল হক পলাশ
- নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদণ্ড
- বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর জানা যাবে নরসিংদীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি
- নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরূপণ হয়নি এখনও
- ভূমিকম্প’র উৎপত্তিস্থল পলাশ এলাকার ফাটলের মাটির নমুনা সংগ্রহ
- ভূমিকম্পের উৎপত্তিস্থলে পিতাপুত্রসহ নিহত ৫, আহত শতাধিক, বিভিন্ন ভবনে ফাটল
- বিশেষ চাহিদা সম্পন্নদের হুইলচেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
- পলাশে সিমেন্ট কারখানায় হামলা: মামলা তুলে নিয়ে দুঃখ প্রকাশ কারখানা কর্তৃপক্ষের
এই বিভাগের আরও