নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ২০

০১ জুন ২০১৮, ১১:৩২ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৯:১৭ এএম


নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ২০
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই আওয়ামীলীগ নেতার সমর্থকদের মধ্যে টেঁটা সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের কামাল মেম্বার ও কাজী করীম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল বিকেলে থেকেই টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে থাকে দু’পক্ষ। আজ দুপুরের পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। টেঁটাবিদ্ধ অবস্থায় ৯ জনকে নরসিংদী সদর হাসপাতাল ও বাকীদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের আরও