নরসিংদীতে প্রকাশ্যে মহিলা পুলিশকে উত্ত্যক্ত

১৭ মে ২০১৮, ০৩:০২ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১০:১২ এএম


নরসিংদীতে প্রকাশ্যে মহিলা পুলিশকে উত্ত্যক্ত
অনলাইন ডেস্ক [caption id="attachment_2467" align="alignnone" width="800"] Collected[/caption] নরসিংদীতে সাধারণ কেউ ভেবে মহিলা পুলিশকে উত্ত্যক্ত করার সময় হাতেনাতে এক বখাটেকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে নরসিংদী পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের নেতৃত্বে মডেল থানা পুলিশের একটি দল পুরানপাড়া (বাদুয়াচর ব্রীজ) এলাকায় অভিযান চালানোর সময় ইভটিজিংকালে বখাটেকে হাতে-নাতে আটক করে। আটককৃত যুবকের নাম মনির হোসেন(৪২)। সে পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্তে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, কয়েকদিন ধরেই অভিযোগ আসছিলো পুরানপাড়া ব্রীজে প্রতিনিয়তেই কিছু বখাটে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ ঘুরতে আসা মেয়েদের উত্ত্যক্ত করে আসছিলো। হাতেনাতে ইভটিজারদের ধরার জন্য ইভটিজিং প্রবন এলাকাগুলোতে সাদা পোষাকে নারী পুলিশদেরকে প্রেরণ করা হয়। এর কিছুক্ষন পরেই কিছু বখাটে এসে নারী পুলিশদের উত্ত্যক্ত করতে শুরু করে। পরে হাতেনাতে ১ বখাটেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। তবে সুশীল সমাজের লোকজন মনে করছেন পুলিশ সুপারের এরকম ব্যকিক্রম কৌশলে ইভটিজিং প্রতিরোধে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও