৪১ কেজির অজগর

১৩ মে ২০১৮, ০৯:৫৮ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৬ এএম


৪১ কেজির অজগর
অনলাইন ডেস্ক [caption id="attachment_2441" align="alignnone" width="750"] ছবিঃ সংগৃহীত[/caption] কক্সবাজারের মহেশখালী পাহাড়ি এলাকা থেকে ৪১ কেজি ওজনের একটি অজগর ধরেছেন স্থানীয়রা। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শনিবার সকাল ৬টায় উপজেলার ছোট মহেশখালী ইউপির গরমছড়ি পাহাড়ি এলাকা থেকে অজগরটি ধরা হয়।স্থানীয় ও বন বিভাগ সূত্র জানায়, অজগরটি সম্প্রতি গরমছড়ি পাহাড়ি এলাকায় বিভিন্ন বাড়িঘরের হাঁস, মুরগিসহ পশুপাখি খেয়ে ফেলছিল। গতকাল ভোরে ওই এলাকার নুর মোহাম্মদ তার বাড়ির পাশে অজগরটি আসতে দেখে কয়েকটি মুরগি ছুড়ে মারে। মুরগি খেতে এলে নুর মোহাম্মদ ফাঁদ পেতে অজগরটিকে ধরে ফেলেন।


এই বিভাগের আরও