নরসিংদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের নিষেধাজ্ঞা

০১ এপ্রিল ২০১৮, ০৩:১৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম


নরসিংদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক [caption id="attachment_2105" align="alignnone" width="728"] ছবিঃ সংগৃহীত[/caption] নকল প্রতিরোধ ও প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে এবার মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারে সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নরসিংদী সরকারী কলেজ কর্তৃপক্ষ। গত ২৯ মার্চ নরসিংদী সরকারী কলেজের প্রিন্সিপাল ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা কেন্দ্র ২০১৮’র ভারপ্রাপ্ত কর্মকর্তা এ মর্মে একটি লিখিত পত্র নরসিংদী প্রেস ক্লাবে প্রেরণ করেছেন। [caption id="attachment_2108" align="alignnone" width="1024"] ছবিঃ সংগৃহীত[/caption] চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ২০০ মিটারের অভ্যন্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা অনুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। সম্মানিত সাংবাদিক বৃন্দকে উল্লেখিত মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের অভ্যন্তরে প্রবেশ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই চিঠি প্রাপ্তির পর সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সাংবাদিকদের উপর মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে কারা লাভবান হবে এ মর্মে ব্যাপক প্রশ্নের উদ্রেক করেছে।