মোটা হওয়ার কারণে স্ত্রীকে ডিভোর্স দেন অস্ট্রেলিয়ান স্পিনার
০৫ মার্চ ২০১৮, ০৯:৪০ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পিএম

অনলাইন ডেস্ক
[caption id="attachment_1843" align="alignnone" width="640"]
ছবিঃ সংগৃহীত[/caption] নাথান লায়নের সাবেক স্ত্রী মেল ওয়ার্নিং অভিযোগ করেছেন, অতিরিক্ত ওজন এবং মোটা হওয়ার কারণে গত ডিসেম্বরে তাকে ডিভোর্স দেন অস্ট্রেলিয়ান স্পিনার। ওয়ার্নিং সম্প্রতি একটি ব্লগ খুলেছেন। যার নাম লাইফ অব লায়নস। বিচ্ছেদের কারণ খোলাসা করার পাশাপাশি নিজের বর্তমান অবস্থা সম্পর্কে লিখেছেন তিনি। ডিসেম্বরে শোনা যায় ওয়ার্নিংকে ছেড়ে এম্মা ম্যাকার্থির সঙ্গে ডেট করছেন লায়ন। অ্যাশেজের তৃতীয় টেস্টের সময় লায়ন-এম্মার চুমু খাওয়ার ছবি প্রকাশিত হয়। সেটি জানাজানি হলে ক্রিকেটারের দীর্ঘদিনের সঙ্গী মেল ওয়ার্নিং হতাশ হয়ে পড়েন। এক পর্যায়ে সম্পর্কটাই ভেঙে যায়।লায়নের বর্তমান প্রেমিকা ব্লগে ওয়ার্নিং লিখেছেন, ‘২০১৭ সালের ডিসেম্বরে আমার জীবন হুড়মুড় করে ভেঙে পড়ে। সব শেষ হয়ে যায়। চলে যায় আমার সঙ্গী। প্রতিদিন একটা প্রশ্নই আমার মনে আসে, আমি কেন যথেষ্ট ছিলাম না? মোটা হয়ে গিয়েছিলাম বলে?’ ‘নাথানের বর্তমান সম্পর্কের বিষয়ে আমি কিছুই জানি না। কিছু জানতেও চাইনি। সে ছিল আমার জীবন জুড়ে। সবকিছু শেষ হওয়ার আগ পর্যন্ত তার প্রতি মনপ্রাণ দিয়ে ডুবে ছিলাম।’ তিন এবং চার বছর বয়সী দুই মেয়েকে নিয়ে ওয়ার্নিং কতটা কষ্টে আছেন সেটা ফুটে উঠেছে তার লেখায়, ‘যন্ত্রণা কতটা গভীর তা শুধু আমি জানি। বাচ্চারা যখন বাবার জন্য কান্নাকাটি করে, আমার অন্তরজুড়ে বিপদ নেমে আসে। মেয়েরা আমার পাশে এসে চোখের জল মুছিয়ে দেয়। সব শক্তি দিয়ে ওদের জাপটে ধরি।’ ‘মানুষ আমাকে ছবিতে এখনো হয়তো হাসতে দেখে। এই হাসি মিথ্যে। কেউ জানে না আমার ভেতরে কী চলছে।’ লিখেছেন ওয়ার্নিং।

ছবিঃ সংগৃহীত[/caption] নাথান লায়নের সাবেক স্ত্রী মেল ওয়ার্নিং অভিযোগ করেছেন, অতিরিক্ত ওজন এবং মোটা হওয়ার কারণে গত ডিসেম্বরে তাকে ডিভোর্স দেন অস্ট্রেলিয়ান স্পিনার। ওয়ার্নিং সম্প্রতি একটি ব্লগ খুলেছেন। যার নাম লাইফ অব লায়নস। বিচ্ছেদের কারণ খোলাসা করার পাশাপাশি নিজের বর্তমান অবস্থা সম্পর্কে লিখেছেন তিনি। ডিসেম্বরে শোনা যায় ওয়ার্নিংকে ছেড়ে এম্মা ম্যাকার্থির সঙ্গে ডেট করছেন লায়ন। অ্যাশেজের তৃতীয় টেস্টের সময় লায়ন-এম্মার চুমু খাওয়ার ছবি প্রকাশিত হয়। সেটি জানাজানি হলে ক্রিকেটারের দীর্ঘদিনের সঙ্গী মেল ওয়ার্নিং হতাশ হয়ে পড়েন। এক পর্যায়ে সম্পর্কটাই ভেঙে যায়।লায়নের বর্তমান প্রেমিকা ব্লগে ওয়ার্নিং লিখেছেন, ‘২০১৭ সালের ডিসেম্বরে আমার জীবন হুড়মুড় করে ভেঙে পড়ে। সব শেষ হয়ে যায়। চলে যায় আমার সঙ্গী। প্রতিদিন একটা প্রশ্নই আমার মনে আসে, আমি কেন যথেষ্ট ছিলাম না? মোটা হয়ে গিয়েছিলাম বলে?’ ‘নাথানের বর্তমান সম্পর্কের বিষয়ে আমি কিছুই জানি না। কিছু জানতেও চাইনি। সে ছিল আমার জীবন জুড়ে। সবকিছু শেষ হওয়ার আগ পর্যন্ত তার প্রতি মনপ্রাণ দিয়ে ডুবে ছিলাম।’ তিন এবং চার বছর বয়সী দুই মেয়েকে নিয়ে ওয়ার্নিং কতটা কষ্টে আছেন সেটা ফুটে উঠেছে তার লেখায়, ‘যন্ত্রণা কতটা গভীর তা শুধু আমি জানি। বাচ্চারা যখন বাবার জন্য কান্নাকাটি করে, আমার অন্তরজুড়ে বিপদ নেমে আসে। মেয়েরা আমার পাশে এসে চোখের জল মুছিয়ে দেয়। সব শক্তি দিয়ে ওদের জাপটে ধরি।’ ‘মানুষ আমাকে ছবিতে এখনো হয়তো হাসতে দেখে। এই হাসি মিথ্যে। কেউ জানে না আমার ভেতরে কী চলছে।’ লিখেছেন ওয়ার্নিং।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- নরসিংদীতে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
- নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
- শিবপুর ও মনোহরদীর দুই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ দোকান
- রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত
- নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- রায়পুরায় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: শিক্ষকের বহিষ্কার দাবিতে মানববন্ধন
- নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- নরসিংদীতে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
- নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
- শিবপুর ও মনোহরদীর দুই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ দোকান
- রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত
- নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- রায়পুরায় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: শিক্ষকের বহিষ্কার দাবিতে মানববন্ধন
- নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা
এই বিভাগের আরও