২০১৮ সালের সেরা সিনেমাটোগ্রাফার হলেন রজার ডিকিন্স

০৫ মার্চ ২০১৮, ০৬:৩৫ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম


২০১৮ সালের সেরা সিনেমাটোগ্রাফার হলেন রজার ডিকিন্স
অনলাইন ডেস্ক [caption id="attachment_1840" align="alignnone" width="900"] ছবিঃ সংগৃহীত[/caption] ২০১৭ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরাদের নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো অস্কার অ্যাওয়ার্ড ২০১৮। সেরা ছবি, সেরা নির্মাতা এবং সেরা অভিনেতার মতোই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার হিসেবে বিবেচ্য ‘সেরা সিনেমাটোগ্রাফার’। আর এই পুরস্কারটি এবার অর্জন করলেন ‘দ্য রিডার’ খ্যাত তারকা সিনেমাটোগ্রাফার রজার ডিকিন্স। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে অস্কারের নব্বইতম আসর। ৫ মার্চ বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় হলিউড সিনেমার এই বাৎসরিক আয়োজন। নানা আনুষ্ঠানিকতার পর আসে সেরাদের নাম ঘোষণার মাহেন্দ্রক্ষণ। একে একে ঘোষণা করা হয় কারা পেলেন এবারের অস্কার সেরার খেতাব। আর তখনি আসে সিনেমাটোগ্রাফি জগতের অনন্য একটি নাম রজার ডিকিন্সের কথা। ব্লেড রানার-২০৪৯ চলচ্চিত্রটির জন্য ‘সেরা সিনেমাটোগ্রাফার’ হিসেবে অস্কার জেতেন রজার ডিকিন্স। ডেনিস ভিয়েনোভির পরিচালনায় এই ছবিটি মুক্তি পায় গেল বছরের ৬ অক্টোবর। সাই ফাই এই চলচ্চিত্রটির সিনোটোগ্রাফার হিসেবে ছবি মুক্তির পর পরই প্রশংসিত হন রজার। আর এবার পেলেন প্রশংসার সর্বোচ্চ স্বীকৃতি। ‘সেরা সিনেমাটোগ্রাফার’ হিসেবে এবার ‘ব্লেড রানার’ ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন ‘ডার্কেস্ট আওয়ার’-এর জন্য ব্রুনো ডেলবোনেল, ডানক্রিক-এর জন্য হতে ভ্যান, মুডবাউন্ড-এর জন্য রিচেল মরিসন এবং দ্য শেপ অব ওয়াটার’-এর জন্য দ্য লুস্তেন। সিনেমাটোগ্রাফির ইতিহাসে রজার ডিকিন্স অবিস্মরণীয় একটি নাম। বিশ্বের দাপুটে সব সিনেমার সাথে মিশে আছে এই নামটি। শশাঙ্ক রিডেমশন, ও ব্রাদার হোয়ার আর দো, এ বিউটিফুল মাইন্ড, কুন্ডন, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, দ্য রিডার, লিভুলেশনারি রোড, ট্রু গ্রিট, স্কাইফলের মতো সিনেমার চিত্রগ্রাহক তিনি।