নরসিংদীতে আদালত প্রাঙ্গন থেকে ডাকাতি মামলার আসামীর পলায়ন

০৫ মার্চ ২০১৮, ০৪:১০ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পিএম


নরসিংদীতে আদালত প্রাঙ্গন থেকে ডাকাতি মামলার আসামীর পলায়ন
নরসিংদীতে আদালত প্রাঙ্গন থেকে পালিয়ে গেছে কাউছার ওরফে কাশেম নামে ডাকাতি মামলার এক আসামী। রবিবার দুপুরের দিকে আদালতের গারদখানা থেকে এজলাসে নেয়ার পথে এ ঘটনা ঘটে। পলাতক কাউছার সিরাগঞ্জের চৌহালী এলাকার আবুল কালাম ওরফে কলিম উদ্দিনের ছেলে। কাউছার ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর নরসিংদী শহরের বাসাইলের একটি বাড়িতে ডাকাতি করার সময় এলাকাবাসী ও পুলিশের হাতে ৪ সহযোগীসহ হাতেনাতে আটক হয়েছিল। এ ঘটনায় সদর মডেল থানায় তার বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের হয়। আদালত পুলিশের পরিদর্শক রহুল ইসলাম জানান, ডাকাতি মামলার আসামী কাউছারকে হাজিরা দেয়ার জন্য রবিবার সকালে জেলা কারাগার থেকে আদালতের গারদখানায় আনা হয়। পরে দুপুরের দিকে কনস্টেবল সাইদুল ও হামিদ আসামী কাউছারসহ অন্য আসামীদের গারদখানা থেকে আদালতের এজলাসে নেয়ার সময় কাউছার পালিয়ে যায়। এসময় আসামীর হাতে হাতকড়া ছিলো না বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও