নরসিংদীতে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ

১৯ জানুয়ারি ২০২২, ০৩:৫২ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৪:১৫ এএম


নরসিংদীতে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১১ হাজার ৫৭৫ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। র‌্যাপিড অ্যান্টিজেনের এই পরীক্ষায় ১৩ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় নমুনার হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১০ জন সদর উপজেলার ও ৩ জন শিবপুরের বাসিন্দা।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬১ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১২০ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১৭ জন।

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ২৩১ জন, রায়পুরাতে ৬১৮ জন, বেলাবোতে ৭৩৯ জন, মনোহরদী ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪২৬ জন, পলাশে ১ হাজার ৬৬৪ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১২ জন রয়েছেন।



এই বিভাগের আরও