নরসিংদীর ১২ ইউপি’র ভোট কাল, পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

১০ নভেম্বর ২০২১, ০৫:০৭ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম


নরসিংদীর ১২ ইউপি’র ভোট কাল, পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার ২টি এবং রায়পুরা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল সেডে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ভোট গ্রহণ সুষ্ঠু করতে পেশাদারিত্বের সাথে সকলকে  দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

কাল বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ, বাঁশগাড়ী, চরসুবুদ্ধি, চরমধুয়া, হাইরমারা, মির্জানগর, মির্জারচর, নিলক্ষ্যা, পাড়াতলী ও শ্রীনগর এবং নরসিংদী সদর উপজেলার আলোকবালি ও চরদিঘলদী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচন শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।