নরসিংদী ও মাধবদী পৌর নির্বাচনে তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
২৬ জানুয়ারি ২০২১, ০৮:১৫ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ এএম

নিজস্ব প্রতিবেদক:
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দাখিল করা ১২ প্রার্থীর মধ্যে ৩ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ২ জন ও মাধবদী পৌরসভায় ১ জন। এছাড়া নরসিংদী পৌরসভায় একজনের প্রার্থিতা বাতিল হয়েছে।
মঙ্গলবার ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নরসিংদী পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) আশরাফ হোসেন সরকার ও রিপন সরকার এবং স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) মোন্তাজ উদ্দিন ভুইয়ার মনোনয়ন বাতিল হয়েছে।
শেষ পর্যন্ত নরসিংদী পৌরসভায় মোট ৪ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আ.লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু, বিএনপি মনোনীত প্রার্থী মো: হারুন অর রশিদ, স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) এস এম কাইয়ুম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আসাদুল হক।
অপরদিকে মাধবদী পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। এখানে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ৪ জন। তারা হলেন- আ.লীগ মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন, বিএনপি মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনির হোসেন শামিম।
এছাড়া দুই পৌরসভায় কাউন্সিলর পদে মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ১ জন ও মাধবদীতে ৪ জন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন জানান, আগামীকাল (২৭ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ হবে। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালটে ও মাধবদী পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হবে।
নরসিংদী পৌরসভায় মোট ভোটার ৯৯ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ৪৯ হাজার ১৫৭ ও নারী ৫০ হাজার ২৯৭ জন। মাধবদী পৌরসভায় মোট ভোটার ৩২ হাজার ৪৮৩ জন। এরমধ্যে পুরুষ ১৭ হাজার ১৬৫ জন ও নারী ১৫ হাজার ৩১৮ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও র্যালী
- কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন
- বর্মন পরিবারের মিলনমেলায় গুণীজন সংবর্ধনা ও নতুন কমিটি ঘোষণা
- ১ সেপ্টেম্বর সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাকের ৮৫তম জন্মদিন
- রায়পুরায় কীটনাশক ও সারের ৬ দোকানীকে জরিমানা
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও র্যালী
- কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন
- বর্মন পরিবারের মিলনমেলায় গুণীজন সংবর্ধনা ও নতুন কমিটি ঘোষণা
- ১ সেপ্টেম্বর সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাকের ৮৫তম জন্মদিন
- রায়পুরায় কীটনাশক ও সারের ৬ দোকানীকে জরিমানা