নরসিংদীতে আরও ৫ জন করোনায় আক্রান্ত

১৯ ডিসেম্বর ২০২০, ০২:১০ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পিএম


নরসিংদীতে আরও ৫ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৭১৫ জনে। শনিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ১৭ ডিসেম্বর ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। শনিবার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া ৩ জনের নমুনা পরীক্ষায় রায়পুরা জিন এক্সপার্ট মেশিনে ১ জন করোনাভাইরাস শনাক্ত হয়।

এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ৭১৫ জনের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৬০৪ জন, শিবপুরে ২৭৩ জন, পলাশে ৩০৮ জন, মনোহরদীতে ১৮৮ জন, বেলাবতে ১৫৯ জন ও রায়পুরায় ১৮৪ জন।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৫ হাজার ৫৬৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় আইসোলেশন মুক্ত হয়েছেন ৬ জন। মোট আইসোলেশনমুক্ত ২৬২৮ জন। এরমধ্যে সদরে ১৫৩৬, শিবপুর ২৬৯, পলাশ ৩০০, মনোহরদী ১৮৫, বেলাব ১৪৯, রায়পুরা ১৮৩। হাসপাতাল আইসোলেশনে আছেন ১২ জন। হোম আইসোলেশনে ১১১ জন ৷

এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মারা গেছেন ৫০জন। এরমধ্যে সদরে ২৮ ,পলাশ ০২, বেলাব ০৬ , রায়পুরা ০৬, মনোহরদী ০২ ও শিবপুরে ০৬ জন।



এই বিভাগের আরও