নরসিংদীতে করোনাক্রান্ত ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯

১১ ডিসেম্বর ২০২০, ০৩:৫৩ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩০ এএম


নরসিংদীতে করোনাক্রান্ত ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৬ টায় শিবপুর উপজেলার আশরাফপুর গ্রামের করোনায় আক্রান্ত বকুল আক্তার (৫২) নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নরসিংদীর আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় অাক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৯৪ জনে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ৯ ডিসেম্বর ৪৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। শুক্রবার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলার ৬ জন ও বেলাব উপজেলার ৩ জন। এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে অাক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৯৪ জনে।

তিনি আরো জানান, শিবপুরে করোনায় নিহত বকুল আক্তার হাইপারটেনশন, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। তিনি মৃতের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৫ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫৮৬ জন, শিবপুরে ২৭২ জন, পলাশে ৩০৮ জন, মনোহরদীতে ১৮৮ জন, বেলাবতে ১৫৯ জন ও রায়পুরায় ১৮২ জন।

এছাড়া ২৪ ঘন্টায় আইসোলেশন মুক্ত হয়েছেন ১১জন। এ নিয়ে মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ২৫৮২ জন।
এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন এর সংখ্যা ৮২৯৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৬৮ জন।

বর্তমানে কোভিড–১৯ রোগে আক্রান্ত ১৩ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১৩৬ জন হোম আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৯ জন মারা গেছেন। মৃত ৪৯ জনের মধ্যে সদর উপজেলার ২৮, পলাশ ০২, বেলাব ০৬ , রায়পুরা ০৬, মনোহরদী ০২, শিবপুরের ৫ জন।



এই বিভাগের আরও