নরসিংদীতে আরও ৫ জন করোনায় আক্রান্ত, মোট শনাক্ত ২৫৯৫

২৪ নভেম্বর ২০২০, ০৫:২৭ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম


নরসিংদীতে আরও ৫ জন করোনায় আক্রান্ত, মোট শনাক্ত ২৫৯৫

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৯৫ জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।


সিভিল সার্জন জানান, গত ২২ নভেম্বর ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। সোমবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ১ জন পুরাতনসহ ৫ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলার ০৪ জন ও ০১ জন পুরাতন। এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৯৫ জনে।

এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫১৪ জন, শিবপুরে ২৬৬ জন, পলাশে ৩০১ জন, মনোহরদীতে ১৮৪ জন, বেলাবতে ১৫২ জন ও রায়পুরায় ১৭৮ জন রয়েছেন।


সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৪ হাজার ৪৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।


বর্তমানে কোভিড–১৯ রোগে আক্রান্ত ১৫ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১৫২ জন হোম আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬ জন মারা গেছেন।



এই বিভাগের আরও