নরসিংদীতে ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জেলা প্রশাসনের সভা  

২২ জুন ২০২২, ০২:৩১ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম


নরসিংদীতে ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জেলা প্রশাসনের সভা  

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলার করিমপুর ও রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং ভবিষ্যত ভাঙন ঠেকাতে সভা করেছে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। 

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা পরিচালনা করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, রেড ক্রিসেন্ট ও অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় নরসিংদী সদর উপজেলা এবং রায়পুরা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানিবন্দী ও ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে চিড়া, মুড়ি, বিস্কুট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতিসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থার বিষয়ে আলোচনা করা হয়।



এই বিভাগের আরও