সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান

২৯ অক্টোবর ২০২১, ০৭:৪৪ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৩:২৫ পিএম


সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানিয়ে নরসিংদীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাটিরপাড়ায় পৌর শহীদ মিনারে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অহিভূষণ চক্রবর্তী, গ্রুপ থিয়েটার ফেডারেশন জেলা শাখার সভাপতি মো. শাহ আলম মিয়া, খেলাঘর নরসিংদীর সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ভুইয়া, নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ, সাটিরপাড়া কেকে ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত সাহা প্রমুখ।



এই বিভাগের আরও