নর‌সিংদী জেলা আইনজীবী স‌মি‌তির সাবেক সভাপতি এস.এ হাদী আর নেই

৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:২৫ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৫:১৩ এএম


নর‌সিংদী জেলা আইনজীবী স‌মি‌তির সাবেক সভাপতি এস.এ হাদী আর নেই

নিজস্ব প্রতিবেদক:
নর‌সিংদী জেলা আইনজীবী স‌মি‌তির সি‌নিয়র সদস্য ও সাবেক সভাপতি, জেলা আওয়ামী লী‌গের সাবেক সহসভাপ‌তি শাহ আব্দুল্লাহ হেল হাদী (এস.এ হাদী) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি বুধবার সন্ধ্যা সোয়া ৭ টার দি‌কে শহরের বিলাসদী ব্যাংক ক‌লোনীস্থ নিজ বাসায় বার্ধক্যজ‌নিত কার‌ণে মৃত্যুবরণ ক‌রে‌ছেন।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নরসিংদী আদালত প্রাঙ্গনের ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় মনোহরদী উপজেলার বড়চাপা হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হবে।



এই বিভাগের আরও