নরসিংদী জেলা ও পৌর তাঁতী লীগের কমিটি বিলুপ্ত

০২ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৭ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৮:২৭ এএম


নরসিংদী জেলা ও পৌর তাঁতী লীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক:

সাংগঠনিক কার্যক্রম না থাকায় নরসিংদী জেলা ও পৌর তাঁতী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার পৃথক চিঠিতে বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ এই দুটি শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত কমিটি বিলুপ্তির চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ২ সেপ্টেম্বর কায়কোবাদ হোসেন কানুকে আহ্বায়ক করে নরসিংদী জেলা ও ১ বছর আগে হিরু সরকারকে আহ্বায়ক করে নরসিংদী পৌর তাঁতী লীগের আহ্বাবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছিল। এসময় এই দুই কমিটিকে সম্মেলন করে তাঁতী লীগের কমিটি গঠন করে সাংগঠনিক কাজ পরিচালনার জন্য বলা হয়। পরে বার বার তাগাদা দেয়ার পরও আহ্বায়ক কমিটি কর্তৃক গত ৪ বছরেও কোন সম্মেলন না করা এবং সাংগঠনিক কার্যক্রম না থাকায় এই দুই কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তাঁতী লীগ।



এই বিভাগের আরও