মনোহরদীতে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

২৫ মার্চ ২০২০, ০৯:০৩ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩১ এএম


মনোহরদীতে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

মনোহরদী প্রতিনিধি:
মনোহরদীতে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতার লক্ষে প্রচারণা চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার চালাকচর বাজার, হাতিরদিয়া বাজার এবং মনোহরদী বাসষ্ট্যান্ড ও বাজারসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী এই প্রচারণা চালানো হয়।


সচেতনতামূলক কর্মসূচিতে নেতৃত্ব দেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। মনোহরদী পৌর এলাকায় প্রচারণাকালে পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন উপস্থিত ছিলেন।


এ সময় বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মাঝে করোনা ভাইরাস কি? রোগটি কিভাবে ছড়ায়? এই রোগের লক্ষণ ও এই রোগ থেকে বাঁচার উপায় নিয়ে বক্তব্য দেওয়া হয়। তাছাড়া বাজারের ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে বলে জানানো হয়। করোনা প্রতিরোধে নিয়মিত হাতধোয়া, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা, ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকাসহ বিভিন্ন নিয়ম-নীতির কথা বলেন তারা।



এই বিভাগের আরও