জনগণকে কোনরকম হয়রানি করা যাবে না: নরসিংদীর পুলিশ সুপার

০৮ জানুয়ারি ২০২১, ০৫:১৭ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পিএম


জনগণকে কোনরকম হয়রানি করা যাবে না: নরসিংদীর পুলিশ সুপার

শেখ আ: জলিল:
জনগণকে কোনরকম হয়রানি করা যাবে না জানিয়ে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জেলা পুলিশের উদ্দেশ্যে বলেছেন, পুলিশকে জনগণের আইনী সেবা সঠিকভাবে দিতে হবে। দুর্নীতির সাথে পুলিশ থাকবে না, মাদকের সাথে পুলিশ থাকবে না, পুলিশ কোন হয়রানী করবে না। জনগণ যাতে আইনী সেবা সহজে পায়, সে উদ্দেশ্যেই জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের বারৈচা বাজারে “অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং” সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বেলাব থানা কর্তৃক আয়োজিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেলাব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শমসের জামান ভূইয়া রিটন, বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাফায়েত হোসেন পলাশ, বেলাব থানার (ওসি তদন্ত) গোবিন্দ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মিরাজ মাহমুদ মেরাজ, চরউজিলাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, চর উজিলাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলকাছ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সাফি, বারৈচা বাজার কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, ব্যবসায়ী জায়েদুল হক কামরুল প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, মনিরুজ্জামান জাহাঙ্গীর, চরউজিলাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বৃুলবুল, সররাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, আমলাব ইউনিয়ন চেয়ারম্যান বশির আহমেদ পরশ মোল্লা, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ খোকন মাহমুদ নির্ঝর, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন আঙ্গুর, বারৈচা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মশিউর জামান মশি প্রমূখ। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।