পলাশে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

০৬ জুলাই ২০২২, ০৭:৫৮ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ পিএম


পলাশে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ৭০ % ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় এসব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার কৃষকদের মাঝে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। উপজেলা কৃষিবিদ আবু নাহিদ এসএ সিদ্দিকীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারসহ কৃষি সস্প্রসারণ অফিসার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চরসিন্দুর ইউনিয়নের চরআলীনগর গ্রামের ২০ সদস্যের কৃষক দল যন্ত্রপাতি কিনতে যোগান দেয় ১ লক্ষ ৬৬ হাজার টাকা আর এনএটিপি-২ প্রকল্প সরবরাহ করে ৩ লক্ষ ৮৭ হাজার টাকা। ৫ লক্ষ ৫৩ হাজার টাকার এই উপ প্রকল্পে সিআইজি কৃষক দলটি কেনে দুইটি পাওয়ার টিলার এবং দুইটি কৃষি পণ্যবাহী নসিমন গাড়ি।