চক্ষু চিকিৎসা সেবার অগ্রগতি পর্যালোচনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

২২ মে ২০১৯, ০৯:১৩ পিএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ০৮:১৪ এএম


চক্ষু চিকিৎসা সেবার অগ্রগতি পর্যালোচনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ভিশন ২০২০ দি রাইট টু সাইড (দৃষ্টি সবার অধিকার) বাস্তবায়নে ও লক্ষ্য অর্জনে নরসিংদী জেলায় চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও আমাদের করণীয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাইড সেভার্সের সহায়তায় বুধবার (২২ মে) সকালে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।


দেশব্যাপী পরিহারযোগ্য অন্ধত্ব নিবারন কল্পে নরসিংদী জেলায় গঠিত চক্ষু স্বাস্থ্যসেবার জেলা পর্যায়ে ভিশন ২০২০ কমিটির এ সভায় জেলায় চক্ষু সেবার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় নরসিংদীর সিভিল সার্জন ডা: হেলাল উদ্দিন, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: শীতল চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অরবিন্দু রায়, সাইড সেভার্সের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সৈয়দা আছমা রাশিদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার উপস্থিত ছিলেন।
সভায় ডা: আক্কাছ আলী নরসিংদী জেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া সভায় সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও