নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ সভা

৩০ জানুয়ারি ২০২০, ০৫:৪৪ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪২ এএম


নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা পর্যায়ে “ইনক্লোশন ওয়ার্কস” কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী নরসিংদীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: আমীর আলী, নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দিন, সাইড সেভার্সের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদা আলী, অ্যাকসেস প্রতিষ্ঠতা মহুয়া পাল, নরসিংদী চেম্বারের পরিচালক আনিছুর রহমান, জাহিদুল ইসলামসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

সভায় শিল্পখ্যাত নরসিংদীর শিল্প প্রতিষ্ঠানে যোগ্যতা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরীতে নিয়োগদানের বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক সহযোগী প্রতিষ্ঠান স্পন্দন প্রতিবন্ধী সংস্থার সভাপতি বিল্লাল হোসেন, সেবা প্রতিবন্ধী নারী পরিষদের সভাপতি রোকেয়া আক্তার সহ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও