৬ আগস্ট ৪৩ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

০১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৮ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৮ এএম


৬ আগস্ট ৪৩ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

৪৩ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ আগস্ট দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। সরকারি কর্ম কমিশন সোমবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করেছে। এতে বলা হয়, ৬ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৩ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী গণমাধ্যমে বিজ্ঞপ্তির পাশাপাশি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ৪৩ তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। গত বছরের ৩০ নভেম্বর ৪৩ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।


বিভাগ : চাকরি


এই বিভাগের আরও