চলে গেলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান
২০ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫১ পিএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫২ এএম

বিনোদন ডেস্ক:
বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ০৬ মিনিটে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
কিংবদন্তি অভিনেতার মৃত্যু সংবাদ জানিয়ে কোয়েল আহমেদ বলেন, ‘আব্বা আর নেই। শুক্রবার বিকেলে আব্বাকে বাসায় নিয়ে আসি। উনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। তাই বাসায় নিয়ে আসি। আজ (শনিবার) সকালেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। বাবার আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন কোয়েল।
এর আগে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।
১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে এটিএম শামসুজ্জামান জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করে ক্যারিয়ার শুরু করেন তিনি। প্রথম চিত্রনাট্যকার হিসেবে তিনি কাজ করেছেন ‘জলছবি’ সিনেমায়। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন বর্ষীয়ান এ অভিনেতা। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-জলছবি, জীবন তৃষ্ণা, স্বপ্ন দিয়ে ঘেরা, যে আগুনে পুড়ি, মাটির ঘর, মাটির কসম, চিৎকার ও লাল কাজল ইত্যাদি।
তবে ১৯৬৫ সালে অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের সিনেমায় অভিষেক ঘটে। ১৯৭৬ সালে আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খলনায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। সিনেমার পাশাপাশি অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ অভিনেতার একমাত্র পরিচালিত সিনেমা ‘এবাদত’। এখন পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ কিংবদন্তি। কাজী হায়াতের ‘দায়ী কে’ সিনেমার জন্য দুটি ক্যাটাগরিতে পুরস্কার পান তিনি। এরপর ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’ এবং ‘চোরাবালি’ সিনেমায় অভিনয়ের জন্য একই পুরস্কার লাভ করেন এটিএম শামসুজ্জামান।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ৯৯৯ এ ফোন করে এক কুকুরের প্রাণ বাঁচালো তিন শিক্ষার্থী
- ৪৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- মালয়েশিয়া থেকে মিয়ানমারের ১০৮৬ নাগরিক ‘বহিষ্কার’
- সিপিএইচ কে আন্তর্জাতিক মানের হাসপাতালে রূপান্তর করা হবে: আইজিপি
- সরকারের উন্নয়নের বড় অংশীদার হচ্ছে শিল্প মন্ত্রণালয়: শিল্পমন্ত্রী
- বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করতে চায় ভুটান
- মোসলেহ উদ্দিন ভূইয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবনির্বাচিত কাউন্সিলরের শ্রদ্ধা জ্ঞাপন
- করোনার টিকা নিলেন বঙ্গবন্ধু'র কন্যা শেখ রেহানা
- সরকারি অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
- করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু ও শনাক্ত ৪২৮
- নরসিংদীতে ৯৯৯ এ ফোন করে এক কুকুরের প্রাণ বাঁচালো তিন শিক্ষার্থী
- ৪৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- মালয়েশিয়া থেকে মিয়ানমারের ১০৮৬ নাগরিক ‘বহিষ্কার’
- সিপিএইচ কে আন্তর্জাতিক মানের হাসপাতালে রূপান্তর করা হবে: আইজিপি
- সরকারের উন্নয়নের বড় অংশীদার হচ্ছে শিল্প মন্ত্রণালয়: শিল্পমন্ত্রী
- বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করতে চায় ভুটান
- মোসলেহ উদ্দিন ভূইয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবনির্বাচিত কাউন্সিলরের শ্রদ্ধা জ্ঞাপন
- করোনার টিকা নিলেন বঙ্গবন্ধু'র কন্যা শেখ রেহানা
- সরকারি অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
- করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু ও শনাক্ত ৪২৮