যথাসময়ে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন

২৮ অক্টোবর ২০২০, ০৪:১৫ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ এএম


যথাসময়ে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক:

আগামী বছরের প্রথম দিকে দেশের অনেক পৌরসভার মেয়াদ শেষ হবে। করোনার মধ্যেও এসব পৌরসভার নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আশাদুল হক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ২০ (২) ধারা অনুযায়ী - ক. পৌরসভা প্রথমবার গঠনের ক্ষেত্রে এই আইন বলবৎ হইবার পরবর্তী ১৮০ দিনের মধ্যে এবং খ. পৌরসভার মেয়াদ শেষ হইবার ক্ষেত্রে উক্ত মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হইবে।’

করোনা মহামারির কারণে পৌরসভা সাধারণ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট আইন অনুযায়ী পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিভাগ : বাংলাদেশ