করোনাভাইরাস: মাদারীপুরের শিবচর লকডাউন

১৯ মার্চ ২০২০, ০৮:০০ পিএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ০৬:২১ এএম


করোনাভাইরাস: মাদারীপুরের শিবচর লকডাউন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশসহ বিশ্ব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জরুরি সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।

এর আগে এদিন করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বিশেষ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে, সেসব এলাকায় লক ডাউন করা হবে। এর কয়েক ঘণ্টার মধ্যেই শিবচর উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, জেলায় ২১২ জনকে হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে। এছাড়া আরও দুই জনকে আইসোলেশনে রাখা হয়েছে রাজধানী ঢাকায়।


বিভাগ : বাংলাদেশ