নবজাতকের মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:২২ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম


নবজাতকের মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের উজিরপুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যান সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, নবাগত শিশু তামান্না (৬ দিন) , চালক আলমগীর (৪২), বাচ্চার বাবা আরিফ হোসেন (৪০), ফুফু শিউলি বেগম (২৮), বাচ্চার চাচা কাউুম (৩৮) ও দাদী কোহিনুর বেগম এবং মামা। আর নবাগত শিশু তামান্না দুর্ঘটনার আগেই হাসপাতালে মারা গিয়েছিল।

জানা যায়, নিহতরা হাসপাতাল থেকে তামান্না নামে ৬ দিনের বাচ্চার লাশ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় পৌঁছালে ঝালকাঠিগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তারা ঝালকাঠি জেলার সদর উপজেলার বাউকাঠী এলাকার বাসিন্ধা বলে জানা গেছে। লাশগুলো সুরাতহাল করার পর গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও