ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবি: ১৭ বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ ৩০

১৪ মার্চ ২০২৩, ১২:৫৬ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৩৪ এএম


ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবি: ১৭ বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ ৩০
পুরনো ছবি

টাইমস ডেস্ক:

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় ১৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। দুর্ঘটনায় নিখোঁজ ৩০ যাত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে স্থানীয় দাতব্য সংস্থা। লিবিয়া থেকে তারা অবৈধপথে ইতালি যাচ্ছিলেন বলে জানিয়েছে রয়টার্স।

উদ্ধার করা অভিবাসীদের ইতালির সিসিলি দ্বীপের পোজালো শহরে নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই বাংলাদেশ থেকে আগত অভিবাসী।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, বৈরি আবহাওয়ায় অভিবাসীদের একটি নৌকা গত রোববার ভূমধ্যসাগরে ডুবে যায়। এতে ৩০ অভিবাসী ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

দাতব্য সংস্থা এলার্ম ফোন বলছে, ইতালির কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ পাঠানোয় দেরি হওয়ায় এত প্রাণহানি ঘটেছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অবৈধপথে ইতালি যাওয়ার সময় ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়ার কাছে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৯ জন অভিবাসীর মৃত্যু হয়।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও