ভায়ংকর হচ্ছে করোনাভাইরাস: ২৬১৯ জনের মৃত্যু
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৭ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৯:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
যতই দিন যাচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯) আরো ভয়ংকর হচ্ছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু শ’য়ে শ’য়ে বেড়েই চলেছে। এ পর্যন্ত ২ হাজার ৬১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু চীনেই মারা গেছে ২ হাজার ৫৯২ জন। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৩ ফেব্রুয়ারি) আরো দেড়শ মানুষের মৃত্যু হয়েছে সেখানে।
রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে চীনের বাইরেও ব্যাপকভাবে এ ভাইরাস ছড়িয়ে পড়ছে। বেশি আক্রান্তের ঘটনা দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে। চীন থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ২৮টি দেশে। চীনসহ ২৯ দেশে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৯ জনের।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, করোনাভাইরাসে আরো ১৫০ জনের মৃত্যু ও ৪০৯ জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৯৮ জনই হুবেই প্রদেশের। চীনা কর্মকর্তারা সে দেশে এ পর্যন্ত মোট ৭৭ হাজার ১৫০ জন আক্রান্ত এবং ২৫৯২ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে হুবেইতেই ৬৪ হাজার ২৮৭ জন আক্রান্ত এবং ২ হাজার ৪৯৫ জন মারা গেছে।
এদিকে চীনের বাইরে যে ২৮টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, সে সব দেশের মধ্যে ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালি অন্যতম। এশিয়ার ইরানে করোনাভাইরাসে আরো দুজনের মুত্যু হয়েছে। এ নিয়ে ৮জন মারা গেছে সেখানে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৪৩ জন আক্রান্ত হয়েছে। বেশিরভাগ শিয়া অধ্যুষিত কোম শহরে। এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়ায় আরো দুজনের মৃত্যুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে ৭ জন মারা গেছে। নতুন আক্রান্ত হয়েছে ১৬১ জন। সোমবার সে দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে, এ পর্যন্ত ৭৬৩ জন আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। বেশিরভাগ ছড়িয়েছে দায়েগু শহরে।
ইউরোপে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালিতে। সে দেশে এ পর্যন্ত ১৫২ জন আক্রান্ত এবং ৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এ ভাইরাসে ছড়িয়ে পড়া রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপে কন্তে। উত্তরে লোম্বারডি ও ভেনেতে অঞ্চলের ১২টি শহরের লোকজনকে কোয়ারেনটাইনে রাখার কথা বলেছেন তিনি। শহরগুলোর প্রায় ৫০ হাজার লোককে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কন্তে বলেছেন, ভাইরাস আক্রান্ত এলাকার লোকজন বিশেষ অনুমতি ছাড়া বের হতে বা সেসব এলাকায় ঢুকতে পারবেন না।
এছাড়া জাপানে ৪, হংকংয়ে ২ এবং ফ্রান্স, তাইওয়ান ও ফিলিপাইনে ১ জন করে মারা গেছে এ ভাইরাসে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুইজন আটক
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
- রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
- রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী গ্রেপ্তার
- হত্যা মামলায় কারাগারে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক
- শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যা: আসামী মহসিন দুবাই থেকে গ্রেপ্তার
- নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুইজন আটক
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
- রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
- রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, দুই নারী গ্রেপ্তার
- হত্যা মামলায় কারাগারে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক
- শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন খান হত্যা: আসামী মহসিন দুবাই থেকে গ্রেপ্তার