নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী

৩১ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৫, ১১:২৪ এএম


নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী

রাকিবুল ইসলাম:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জুলাইয়ের শেষদিনে নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ ।

 

রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার ফাইনালে মোট ২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের আঁকা ছবিতে ফুটে ওঠে জুলাই গণ অভ্যুত্থানের নানা চিত্র। এর মধ্যে ৩ টি ছবিকে সেরা হিসেবে বাছাই করে ৩ জনকে পুরস্কার দেয়া হয়। এছাড়া, রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার পায় আরও ৬ শিক্ষার্থী। শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন শিক্ষক পরিষদের সদস্যরা। এরপর, দেশপ্রেম নির্ভর একটি চলচ্চিত্র উপভোগ করেন শিক্ষার্থীরা।

এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদের প্রতিনিধি সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

 



এই বিভাগের আরও