সোমালিয়ায় বোমা বিস্ফোরণে ৬১ জন নিহত
২৮ ডিসেম্বর ২০১৯, ০৯:০৯ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
সোমালিয়ার রাজধানী মুগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ তে দাঁড়িয়েছে। দেশটির আমিন অ্যাম্বুলেন্সের প্রতিষ্ঠাতা আব্দিকাদির আব্দিরাহমান হাজি আদেনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ হামলায় আহতের সংখ্যা অন্তত ৫১। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। সোমালিয়ার স্থানীয় সময় শনিবার (২৮ ডিসেম্বর) সকালে কর্মব্যস্তময় মোগাদিসুতে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে ভয়ানক গাড়িবোমা হামলার এ ঘটনা ঘটে।
বিষ্ফোরণে আহতের সংখ্যা ৯০ বলে নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন মোগাদিসুর মেয়র ওমর মাহমুদ। ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এছাড়াও নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও আছেন বলে দাবি করেন তিনি।
মুগাদিসুর পুলিশ কর্মকর্তা ইব্রাহীম মোহাম্মেদ বিবিসিকে জানিয়েছেন, সকালে চেকপোস্টে গাড়ি বোমা হামলায় ঘটনাস্থলেই ২০ জনের বেশি নিহত এবং বহু মানুষ আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত কাছের মদিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলের কাছাকাছি এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সী সাবদৌ আলী এএফপিকে জানান, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে যাই আমি। এ সময় ১৩ জনের মৃত দেহ দেখতে পাই। এক বিভৎস দৃশ্য ছিল সেটি। অসংখ্য মানুষকে সাহায্যের জন্য কাতরাতে দেখেছি। এরপরই গুলি ছোড়ার শব্দ শুনতে পাই। আমি নিরাপদে ঘরে চলে আসি।
এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। তবে সরকারি কর্মকর্তারা হামলার পেছনে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবকে সন্দেহ করছেন। দেশটিতে বেশ কয়েক বছর ধরে জঙ্গিগোষ্ঠী আল-সাবাহ এ ধরনের হামলা চালিয়ে আসছে। সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারকে উৎখাতে আফ্রিকান এ জঙ্গিগোষ্ঠীটি প্রায়ই এ ধরনের হামলা চালায়।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত