করোনাকালে নির্বাচন নয় জানিয়ে বাফুফেকে ফিফার চিঠি

১৭ জুন ২০২০, ০৯:২৩ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৬:১২ এএম


করোনাকালে নির্বাচন নয় জানিয়ে বাফুফেকে ফিফার চিঠি

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) কিছু নির্দেশনাসহ জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে ফিফা! বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ভাষ্যমতে, নির্বাচন বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে ফিফা। কিন্তু গণমাধ্যমের রিপোর্ট বাফুফের আসন্ন নির্বাচন নিয়ে নানামুখী অনিয়ম, অগণতান্ত্রিক পন্থা অবলম্বন, নিয়ম বর্হিভূত কার্যক্রম পরিচালনা এবং করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে নির্বাচনী কাজ চালিয়ে যাওয়াতেই ফিফা থেকে চিঠি পেয়েছে বাফুফে।

গণমাধ্যমকে ফিফার পাঠানো চিঠির বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, একদিন আগে ফিফা থেকে নির্বাচন নিয়ে একটি নির্দেশনামূলক চিঠি পেয়েছি আমরা। চিঠিতে উল্লেখ করা হয়েছে কোন প্রকার স্বাস্থ্যঝুঁকি থাকা অবস্থায় বাফুফের এজিএম ও নির্বাচন আয়োজন করা যাবে না। চিঠিতে ফিফা আরো বলেছে যে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত তারা নানা ধরনের চিঠি পাচ্ছে। যেখানে উল্লেখ করা হয়েছে করোনা দুর্যোগের মধ্যেই বাফুফে নির্বাচন আয়োজন করতে চায়। তাই নির্বাচন সংক্রান্ত কোন সিদ্ধান্ত নিলে তা যেন ফিফাকে অবহিত করা হয়।

এ বিষয়ে বাফুফের সহসভাপতি বাদল রায় বলেন, এখন ফিফা তদন্ত করে সঠিক কারণ অবশ্যই খুঁজে বের করবে বলে আমার বিশ্বাস। বাফুফেকে জরুরি নির্দেশনা পাঠিয়েছে ফিফা; নির্বাচন বন্ধ করতে বলেছে। আমি মনে করি এতে ফুটবলের জয় হয়েছে।

ফিফার ইথিকস কমিটিই ফিফার মধ্যে সবচেয়ে শক্তিশালী। দুর্নীতি বিষয়ে তারা এতটুকু ছাড় দিতে নারাজ। এ বিষয়ে ভালোই জানার কথা বাফুফে কর্তাদের। দুর্নীতি করে পার পাননি ফিফার সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক সংখ্যকবারের সভাপতি সেপ ব্লাটার; নৈতিকতা কমিটির তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় বরখাস্ত হতে হয় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসির) বড় কর্তা মোহাম্মদ বিন হাম্মামকেও।

ফিফার ইথিকস কমিটি বিষয়টি বেশ ভালোভাবেই আমলে নিয়েছে। বাদল রায়, মহিউদ্দিন মহির দেয়া চিঠি এবং অভিযোগের তদন্ত করবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এ বিষয়ে তারা (ইথিকস কমিটি) আরও তথ্য-উপাত্ত চেয়েছেন। প্রয়োজনে তারা যোগাযোগ করবে বলে চিঠিতে উল্লেখ করেছেন।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও