রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির বর্তমান সদস্য ইকবাল হোসেন শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করলেন রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। সোমবার (১৩ অক্টোবর) বিকালে কলেজ প্রাঙ্গণে রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের নব ঘোষিত কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা “অবৈধ কমিটি মানি না- মানব না, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, রাতের আধাঁরে পকেট কমিটি মানি না- মানব না, শ্যামলের দুই গালে-জুতা মারো তালে তালে”— এমন নানা স্লোগানও দেন।
বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. সুলতান আহম্মেদ টিপু বলেন, “গত ৯ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে ইকবাল হোসেন শ্যামল ঢাকায় বসে রায়পুরা সরকারি কলেজ শাখার একটি পকেট কমিটি ঘোষণা করিয়েছেন। আমরা যারা দীর্ঘদিন মাঠে থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছিলাম, আমাদের বাদ দিয়ে তড়িঘড়ি করে এ কমিটি গঠন করা হয়েছে। আমরা তৃণমূল নেতাকর্মীরা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং ইকবাল হোসেন শ্যামলকেও রায়পুরা থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”
সংবাদ সম্মেলনে নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ ভূইয়া বলেন,“আমাকে নবগঠিত কমিটিতে রাখা হয়েছে, তবে আমি ওই পকেট কমিটি থেকে পদত্যাগ করছি। ত্যাগী ও মাঠের নেতাকর্মীরা মূল্যায়িত হননি। আমরা তাদের পাশে থেকে এই অবৈধ কমিটির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।”
পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল রাতের আঁধারে তার পছন্দের কয়েকজনকে নিয়ে পকেট কমিটি গঠন করেছেন, যা ছাত্রদলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।
তারা দাবি জানান, এই কমিটি বিলুপ্ত করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে বিএনপি নেতা ইকবাল হোসেন শ্যামলের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নরসিংদী -৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক মো. সুলতান আহম্মেদ টিপু, নবকমিটির (পদত্যাগকৃত) সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ ভূইয়া, সভাপতি প্রার্থী মো. মুন্না আহম্মেদ, জোনাক আহম্মেদ, মারুফ আহম্মেদ, আকরাম, সজীব, সায়েম, রুমান, রোহান, তুহিন ও কলেজে শাখা ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী।
বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, ৭ জন গ্রেপ্তার
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, ৭ জন গ্রেপ্তার
এই বিভাগের আরও