বাফুফেকে সোয়া ৪ কোটি টাকা অনুদান দিচ্ছে ফিফা

২৬ এপ্রিল ২০২০, ১০:৩৯ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৩:০০ পিএম


বাফুফেকে সোয়া ৪ কোটি টাকা অনুদান দিচ্ছে ফিফা
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক:

করোনা ভাইরাসের প্রভাবে কম বেশি সব দেশের ফুটবল ফেডারশনই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। সদস্য দেশগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফিফা। ২১১ সদস্য দেশের জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যা বাংলাদেশী মুদ্রায় ১ হাজার ২৭৪ কোটি টাকার সমান। প্রত্যেকটি দেশ পাবে কমপক্ষে ৫ লাখ মার্কিন ডলার (৪ কোটি ২৫ লাখ টাকা) করে। এই অনুদান সঠিকভাবে ব্যবহার নিশ্চিতে কড়া নজরদারি করবে ফিফা। এছাড়া ফিফা তার সদস্য দেশগুলোকে বার্ষিক যে অনুদান দিয়ে থাকে সেটা অব্যাহত থাকবে।

অনুদানের ব্যাপারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বের সকল দেশই এখন ভয়ানক পরিস্থিতিতে রয়েছে। পুরো ফুটবলের জন্য এটি বড় চ্যালেঞ্জ। ফিফার দায়িত্ব এই ভয়ানক অবস্থায় সবার পাশে দাঁড়ানো। বিশ্বের যেসব দেশ বেশি আর্থিক সমস্যায় পড়েছে এই অনুদান কার্যক্রম তাদের দিয়েই শুরু হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্থিক সঙ্কটের কথা না বললেও করোনার প্রভাব কিছুটা হলেও পড়েছে বাফুফের কোষাগারে। দীর্ঘসময় ফুটবল বন্ধ থাকলে আর্থিক ক্ষতির পরিমাণ আরো বাড়বে এটা অনুমেয়।

করোনাভাইরাসের কারণে অফিস কার্যক্রম বন্ধ থাকায় গত বছরের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি ফিফা। তবে ২০১৮ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফিফার তহবিলে আছে ২৭৪ কোটি ডলার।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও