টেস্টে বাংলাদেশের দলের অধিনায়ক মুমিনুল
৩১ জানুয়ারি ২০২০, ০৯:৩৮ পিএম | আপডেট: ১১ মে ২০২৫, ০২:৫৭ পিএম

স্পোর্টস ডেস্ক:
৭ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। দুই টেস্টের সিরিজ হলেও এই দফায় একটি টেস্ট খেলবে মুমিনুল-তামিমরা। পাকিস্তানে একটি টেস্ট খেলে এসেই জিম্বাবুয়ের সঙ্গে একটি টেস্ট খেলতে হবে মুমিনুলদের। এরপর বাংলাদেশ দল আবার পাকিস্তানে যাবে এপ্রিলে। ওখানে বাকি থাকা টেস্টটির সঙ্গে একটি ওয়ানডে খেলবে। টানা তিনটি টেস্ট থাকায় বিসিবি তিন টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে টেস্টের দল ঘোষণা হওয়ার কথা থাকলেও শুক্রবার জানা গেলো তিন টেস্টে দল ঘোষণা করবে বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী রবিবার দল ঘোষণা হবে। যেহেতু পর পর তিনটি টেস্ট, এই কারণে আমরা তিন ম্যাচের জন্য ১৪ জনের দল দেবো। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ওখানকার উইকেট এমনিতেই বাউন্সি। আর কে না জানে বাউন্সি উইকেট সব সময়ই পরীক্ষা নেয় বাংলাদেশ দলের। প্রধান নির্বাচকও মনে করেন পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচটিতে কঠিন সংগ্রামে পড়তে হবে বাংলাদেশকে, ‘ওখানকার কন্ডিশন কঠিন। আর পাকিস্তান দলে বেশ কিছু ভালো পেসার আছে। আমাদের কঠিন সংগ্রামেই পড়তে হবে। আমাদের হাতে যে সমস্ত খেলোয়াড় ছিল, তাদের মধ্য থেকে সেরা দলই গঠন করার চেষ্টা করেছি। হঠাৎ করেই সাকিব নিষেধাজ্ঞায় পড়ার ফলে ভারতের বিপক্ষে দুটি টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় মুমিনুল হককে। আসন্ন তিন টেস্টেও মুমিনুলের উপর ভরসা রাখছেন নির্বাচকেরা, ‘আগের দুটো টেস্টের মতো আগামী তিন টেস্টেও মুমিনুলের হাতে অধিনায়কের দায়িত্ব থাকবে। আমরা ওর উপরই ভরসা রাখছি।
২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ১, ৩ ও ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দল দুটি। ৯ ও ১০ মার্চ ঢাকায় ফিরে মিরপুরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
এরপর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মার্চের ১৮ থেকে ২২ তারিখের মধ্যে ঢাকায় আয়োজিত হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওই দুটি ম্যাচ খেলে তৃতীয় দফায় পাকিস্তান যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ এপ্রিল থেকে সেখানেই হবে দ্বিতীয় টেস্ট।
বিভাগ : খেলা
- মনোহরদীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- শিবপুরে জেল পলাতক একাধিক মামলার আসামী গ্রেপ্তার
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
- মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত
- নরসিংদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ
- মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
- রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১
- তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির জন্য ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি
- শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
- মনোহরদীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- শিবপুরে জেল পলাতক একাধিক মামলার আসামী গ্রেপ্তার
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
- মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত
- নরসিংদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ
- মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
- রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১
- তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির জন্য ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি
- শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের