শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের  ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৪ পিএম | আপডেট: ১৭ মে ২০২৪, ১২:৪৫ এএম


শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের  ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ মানিক:

নরসিংদী জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে।

মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার এর  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগে সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুল মাস্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামীকাল  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।



এই বিভাগের আরও