শিবপুরের পাবলিক লাইব্রেরীকে ঢাকার আদলে গড়ে তোলা হবে: এমপি মোহন

২৫ জানুয়ারি ২০২০, ১২:৪৮ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম


শিবপুরের পাবলিক লাইব্রেরীকে ঢাকার আদলে গড়ে তোলা হবে: এমপি মোহন

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে বিশ্বসাহিত্য কেন্দ্র ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলা উদ্বোধন করেন শিবপুরের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঞা মোহন।
অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহিরুল হক ভূঞা মোহন এমপি বলেন, জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই। শিবপুরের পাবলিক লাইব্রেরীর পরিবেশ ঢাকার আদলে গড়ে তোলা হবে। আগামী তিন মাসের মধ্যে শিবপুরের পাবলিক লাইব্রেরী চালু করা হবে। যাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে বই পড়তে পারে।



এই বিভাগের আরও