শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:১১ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ১২:২৪ পিএম


শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা। তিনি বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর গ্রামে বাল্যবিবাহ হচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যান। তিনি সেখানে গিয়ে দেখেন বিয়ের সকল আয়োজন সম্পন্ন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা এ তথ্য নিশ্চিত করেছেন।


বিয়ের কনে ইসরাত জাহান, বয়স ১৩, তাকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে বউ সাজাতে। মেয়ের মা হেনা বেগম বিধবা, তিনি কিছুদিন প্রবাসে কাজ করে দেশে ফিরেছেন। তার দুই মেয়ে, বড় মেয়ে প্রতিবন্ধী ও ছোট মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন ৩৬ বছর বয়স্ক এক পাত্রের সাথে।


সহকারী কমিশনার মেয়ের মা-কে ডেকে কথা বলে জানতে পারেন মেয়ে স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। এখন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে মেয়ের বিয়ের আয়োজন করেছেন মা। তিনি বাল্য বিবাহ সম্পর্কে অভিভাবকদের অবগত করলে ইসরাত ও তার মা নিজেদের ভুল স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন ও ১৮ বছরের আগে বিবাহ সম্পন্ন করবে না মর্মেও মুচলেকা প্রদান করে। পরে হেনা বেগমকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭তে অভিযুক্ত করে ৭ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। বিয়ের জন্য তৈরি মঞ্চ ও সকল আয়োজন বন্ধ করে দেয়া হয়।