অপরাধী দলের হলেও আমরা পাশে থাকব না:এমপি মোহন

২৫ ডিসেম্বর ২০১৯, ০১:০৪ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পিএম


অপরাধী দলের হলেও আমরা পাশে থাকব না:এমপি মোহন
সংগৃহিত ছবি

শেখ মানিক:

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সাথে জড়িতদের ভাল হয়ে যাওয়ার আহবান জানিয়ে নর‌সিংদী ৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল হক ভূইয়া মোহন বলেছেন, অপরাধীদের স্থান শিবপুরে হবে না। যারা ভাল হয়ে যাবেন, তাদের জন্য পুণর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এমপি বলেন, শিবপুর উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আছে, তাই কেউ অপরাধ করে রেহাই পাবেন না। অপরাধীরা দলের হলেও আমরা পাশে থাকব না।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর মডেল থানার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাদক, উগ্রবাদ, সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে নরসিংদী জেলা পু‌লিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার ব‌লে‌ছেন, সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ‌দের বিরু‌দ্ধে জি‌রো টলা‌রেন্স অব্যাহত থাক‌বে। কোন ধর‌নের গডফাদা‌রের স্থান শিবপু‌রে হ‌বে না। যত বড় শ‌ক্তিশালী হোক না কেন তা‌কে গ্রেফতার কর‌তে আ‌মি দ্বিধা কর‌বো না। সময় আ‌ছে ভাল হ‌য়ে যান। দু‌ষ্টের দমন শি‌ষ্টের পালন, দুষ্ট লো‌কের কারণে সমাজ দেশ নষ্ট হয়।  তাই দুষ্ট‌কে দমন করাই আমার কাজ। জনগণ থানায় আস‌লে তা‌দের সেবা দি‌বেন। দুর্নী‌তি বা হয়রানী কর‌বেন না। থানায় মানুষ বিপ‌দে প‌ড়ে আ‌সে, সময় কাটা‌তে বা ঘুর‌তে আ‌সে না। সুন্দর আবাস ভূ‌মি গড়‌তে হ‌লে সকল‌কে আই‌নের প্র‌তি শ্রদ্ধাশীল হ‌তে হ‌বে। আইন‌কে শ্রদ্ধা কর‌লে কেউ অপরাধ কর‌তে পা‌রে না। যারাই অপরাধ কর‌বে তারা যত প্রভাবশালীই হোক সোজা কারাগা‌রে। অপরাধী‌দের অভয়াশ্রম ভে‌ঙ্গে ঘু‌রি‌য়ে দেয়া হ‌বে। নর‌সিংদীর মা‌টি‌তে কোন ধর‌নের স‌হিংসতা ক‌রে কেউ পার পা‌বে না। চোর, ডাকাত, খু‌নী, সন্ত্রাসী, নারী উত্যক্তকা‌রী, ধর্ষক, চাঁদাবাজ যত বড় ছত্রছায়ায় থাকুক তা‌দের ধ‌রে আই‌নের কাঠগড়ায় দাড় করা‌নো হ‌বে।

এসপি আ‌রো ব‌লেন, জনগ‌ণের নিরাপত্তার জন্য পু‌লিশ বা‌হিনী সদা তৎপর। সুষ্ঠু সুন্দর প‌রি‌বেশ বজায় রাখ‌তে পু‌লি‌শের পাশাপা‌শি সাধারণ জনগণ‌কেও এ‌গি‌য়ে আস‌তে হ‌বে। তাহ‌লেই অপরাধ সহনীয় পর্যা‌য়ে থাক‌বে। আ‌মি জনগ‌ণের টাকায় চাক‌রি ক‌রি। তাই কোন গডফাদা‌রের স্থান নর‌সিংদী‌তে হ‌বে না। সাবধান হ‌য়ে যান। না হ‌লে প‌রিনাম খুব ভয়াবহ হ‌বে। আ‌মি যত‌দিন নর‌সিংদী আ‌ছি কোন দুর্নী‌তি হ‌তে দেব না। কোন পু‌লিশ দুর্নী‌তি কর‌লে তা‌কে বিভাগীয় শা‌স্তির আওতায় আনা হ‌বে। বর্তমান সরকার বাংলার প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা আইন অমান্যকা‌রীকে কোন প্রশ্রয় দি‌চ্ছেন না। সে যতই শ‌ক্তিশালী হোক। পু‌লিশ প্রশাসনও সে প‌থে। 

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রা‌খেন, (শিবপুর-ম‌নোহরদী সা‌র্কেল) মেজবাহ উদ্দিন।

এ সময় আরো বক্তব্য রাখেন, শিবপুর উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ও উপ‌জেলা পরিষদ  চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, সা‌বেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ সিরাজ উ‌দ্দিন, শিবপুর পাইলট ম‌ডেল উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক নুরু‌দ্দিন মোহাম্মদ আলমগীর প্রমুখ।

আ‌লোচনা অনুষ্ঠান শে‌ষে ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক সন্ধ্যায় খ্যাতনামা শিল্পী‌রা গান প‌রি‌বেশন ক‌রেন। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী। উক্ত অনুষ্ঠা‌নে জেলা, উপ‌জেলা , ইউ‌নিয়ন, পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলী‌গের নেতৃবৃন্দ ও ইউ‌নিয়‌ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও