আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী উপলক্ষে মানববন্ধন

০৯ ডিসেম্বর ২০১৯, ০৮:২৮ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৪:১৯ এএম


আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী উপলক্ষে মানববন্ধন

শিবপুর প্রতিনিধি:
শিবপুর উপজেলার তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৯ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেক বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা।


তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম খোরশেদ আলম, একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুন ইসলাম, সমাজ সেবক আবুল কালাম, আব্দুল আজিজ মোল্লাসহ একাডেমির শিক্ষকবৃন্দ। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে দূর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত পোষ্টার ও প্লেকার্ড ছিল।



এই বিভাগের আরও