শিবপুরে মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ০৫:২০ এএম


শিবপুরে মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন

শেখ মানিক:

নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া তামিরুল মিল্লাত দারুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণ কাজ এর ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশলী বিভাগের অর্থায়নে ৩ কোটি টাকায় করা হবে এ ভবন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন এ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহন বলেন, গ্রামকে শহরে পরিণত করার লক্ষে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খড়িয়া গ্রাম থেকে মাদক বিক্রয় এবং সেবন পরিহার করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, মাছিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, মাদ্রাসার সুপার হুমায়ুন কবির, শ্রমিক নেতা নাজমুল কিরন প্রমূখ।



এই বিভাগের আরও