শিবপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

১৭ আগস্ট ২০১৯, ০৭:১০ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ০৩:১০ এএম


শিবপুরে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

শিবপুর প্রতিনিধি ॥
নরসিংদীর শিবপুরে বাড়ীর পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শিরিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে তার মৃত্যু হয়।
নিহত শিরিন আক্তার উপজেলার ভিটি চিনাদি গ্রামের আলফাজ উদ্দিন মোল্লার মেয়ে এবং পাশর্^বর্তী মানিকদী গ্রামের জাকির হোসেনের স্ত্রী।


জানা গেছে, শিরিন আক্তার মানিকদী গ্রামে তার পিতার বাড়ী থেকে বিকালে বৃষ্টিতে ভিজে পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে আর বাড়ীতে ফিরেননি। বজ্রপাতের সময় গরু ছুটে বাড়ীতে চলে আসলেও বাড়ীর লোকজন মাঠে গিয়ে দেখেন শিরিন আক্তার মাঠে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শিরিন আক্তার এক মেয়ে, এক ছেলের জননী।



এই বিভাগের আরও