শিবপুরে টিলা কেটে পরিবেশ বিনষ্ট করার দায়ে দুইজনকে অর্থদণ্ড

২৯ জুলাই ২০১৯, ০৬:০৯ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ০৮:৫৭ পিএম


শিবপুরে টিলা কেটে পরিবেশ বিনষ্ট করার দায়ে দুইজনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক ॥
“নরসিংদীর শিবপুরে অবাধে কাটা হচ্ছে টিলা, বিনষ্ট হচ্ছে পরিবেশ” শিরোনামে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে উপজেলা প্রশাসনের।

এসব টিলা কাটা বন্ধে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবীর।
রোববার (২৮ জুলাই) বিকেলে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বিলসরন গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় টিলা কাটায় ব্যবহৃত মেশিন ও মাটি ভর্তি ট্রাকসহ বোরহান উদ্দিন ও আবু তৈয়ব নামে ২ ব্যক্তিকে আটক করা হয়। আটকৃত দুই ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইনে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।
নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের টেকপাড়া, জয়নগর ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের অন্ধকারে টিলা কেটে মাটি বিক্রি করে পরিবেশ ধ্বংস করছে।



এই বিভাগের আরও