শিবপুরে আব্দুল মান্নান ভূইয়ার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

২৮ জুলাই ২০১৯, ০১:৫৫ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম


শিবপুরে আব্দুল মান্নান ভূইয়ার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

শেখ মানিক:

নরসিংদীর শিবপুরে বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূইয়ার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ জুলাই রবিবার সকালে শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আব্দুল মান্নান ভূইয়া পরিষদ। 

শিবপুর বাসস্ট্যান্ড থেকে শিবপুর উপজেলা পরিষের সাবেক চেয়ারম্যান ও আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আরিফ-উল-ইসলাম মৃধার নেতৃত্বে একটি শোক র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানুয়াস্থ মান্নান ভূইয়ার সমাধিস্থলে গিয়ে শেষ হয়। এরপর আব্দুল মান্নান ভূইয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আব্দুল মান্নান ভূইয়া পরিষদের নেতৃবৃন্দ ও শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজসহ বিভিন্ন সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



এই বিভাগের আরও