শিবপুরে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল রাখার দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড

২৩ জুন ২০১৯, ০৪:২৯ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ এএম


শিবপুরে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল রাখার দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর বাজারে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল আমদানি, ক্রয়, বিক্রয় ও মজুত রাখার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৩ জুন) রবিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা অনুযায়ী শিবপুর বাজারের ভাই ভাই ষ্টোরের মালিক মো.মাঈন উদ্দিন (৪০) কে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

একইসঙ্গে মজুত রাখা ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন ও ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করে নষ্ট করেছেন ভ্রাম্যমান আদালত।

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর এ ভ্রাম্যামান আদালতের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আবদুল গাফফার, শিবপুর মডেল থানার এএসআই রাশিদুল ইসলাম, স্থানীয় সাংবাদিক ও বাজার কমিটির লোকজন।



এই বিভাগের আরও